Sourav Cultural Organisation

Personalities Attended Annual Event

Sourav Cultural Organisation

সৌরভ আয়োজিত বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় শিল্পীবৃন্দ

 

সংস্কৃতি চর্চার নিরন্তর অধ্যাবসায়ের মানসিকতায় ‘সৌরভ’ তার দীর্ঘ পঞ্চাশ বছরের পরিক্রমায় আয়োজন করেছে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানের। যাতে আমন্ত্রিত হয়ে এসেছেন ভারতবর্ষের একাধিক শ্রদ্ধেয় শিল্পীরা।

যেমন উচ্চাঙ্গসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে এসেছেন পন্ডিত অজয় চক্রবর্তী, পন্ডিত অরুণ ভাদুড়ি, স্বামী কৃপাকরানন্দ মহারাজ, জয়নুল আবেদিন, অসীম চৌধুরী, তুষার দত্ত, সমর সাহা, তারক সাহা, শুভঙ্কর ব্যানার্জী, রিম্পা শিব ও আরও অনেকে।

উচ্চাঙ্গসঙ্গীতের পাশাপাশি আয়োজিত হয়েছে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকসঙ্গীত, আধুনিক এবং আরও বিভিন্ন বাংলাগানের আসর। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন সুচিত্রা মিত্র, মায়া সেন, দ্বিজেন মুখোপাধ্যায়, সুশীল মল্লিক, স্বপন গুপ্ত, সুপ্রভা সরকার, ধীরেন বসু, অনুপ ঘোষাল, পূরবী দত্ত, সবিতাব্রত দত্ত, স্বরাজ রায়, সৈকত মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, অমিত গাঙ্গুলি, মীনা মুখার্জী, বিভবেন্দু ভট্টাচার্য ইত্যাদি।

আবৃত্তিকার ও বাচিকশিল্পীদের মধ্যে ‘সৌরভ’এর অনুষ্ঠানকে অসাধারণ উচ্চতায় নিয়ে গেছিলেন – দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বসন্ত চৌধুরী, জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু, প্রদীপ ঘোষ, সদাশিব রায়, নিমাই চট্টোপাধ্যায়, অনুপম গুপ্ত, রমা চট্টোপাধ্যায়, দীপক গাঙ্গুলি ইত্যাদি