Literary Events
Sourav Cultural Organisationসৌরভের প্রযোজনায় সাহিত্য-বাসর এবং কবিতার আসর উদযাপন
‘সৌরভ’ বিগত পঞ্চাশ বছরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাহিত্য সভা ও কবিতার আসর সমান মর্যাদায় উদযাপন করেছে। বাংলা সাহিত্যের শ্রদ্ধেয় ও বিশিষ্ট ব্যক্তিত্বদের অনেকেই সেইসব সভা ও অধিবেশনে উপস্থিত থেকে সংস্থাকে গৌরবান্বিত করেছেন। যেমন পবিত্র গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, শুদ্ধসত্ত্ব বসু, সমরেশ বসু, শঙ্করলাল ভট্টাচার্য, সুধীরকুমার করণ, সাধন চট্টোপাধ্যায়, অমর্ত্য মুখোপাধ্যায়, মৃদুল বন্দ্যোপাধ্যায়, পল্লব মিত্র, সুধীরচন্দ্র সেনগুপ্ত, বিমলাকর ভট্টাচার্য, প্রভাতরঞ্জন রায়, সত্যেন্দ্র দে. পদ্মলোচন বসু, গোপালহরি বন্দ্যোপাধ্যায়, প্রভাকর মুখোপাধ্যায়, রণজিৎ চৌধুরী, প্রণব মিত্র, স্বদেশ সেন. কমল চক্রবর্তী, বারীন ঘোষাল, অচিন্ত্য দাশ, বৈদ্যনাথ ত্রিপাঠী, ভূদেব ভকত এবং আরও অনেকে। এছাড়াও কিছু বিশিষ্ট কবি যারা বিভিন্ন সময়ে ‘সৌরভ’ আয়োজিত কবিতার আসরে উপস্থিত হয়েছেন- যেমন বারীন ঘোষাল, নীতা বিশ্বাস, যাদব দত্ত, ইন্দ্রনীল ঘোষ এবং আরও অনেকে। ‘সৌরভ’ আয়োজিত বিভিন্ন কবিতা সন্ধ্যায় ওনারা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেছেন এবং সমকালীন বাংলা কবিতার ধারা ও প্রবণতা নিয়ে আলোচনা করেছেন।

